কক্সবাজারে ভেসে এলো দুই টনেরও বেশি ওজনের মরা তিমি

কক্সবাজারে ভেসে এলো দুই টনেরও বেশি ওজনের মরা তিমি

অনলাইন ডেস্ক

কক্সবাজারের দরিয়ানগর সমুদ্রসৈকতে ভেসে এলো দুই টনেরও বেশি ওজনের বিশাল আকৃতির একটি মরা তিমি।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরের দিকে কক্সবাজার ১৪ আর্মড ফোর্স ব্যাটালিয়নের (এপিবিএন) অদূরে সৈকতে এ তিমি ভেসে আসে।  স্থানীয় লোকজন তা দেখতে ছুটে যায়।


মার্কেট–শপিং মল খুলল চার দিন পর, ক্রেতা কম

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউননের চিন্তা করছে সরকার : কাদের

পিগিং কার্যক্রমের জন্য টানা দু’দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাতেনাতে ধরা খেয়ে নিজে চলে গেল, ঝর্ণাকে সঙ্গে নিল না

কক্সবাজার ১৪ আর্মড ফোর্স ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে তিমিটি দেখতে পেয়ে সেখানে লোকজন জড়ো হতে থাকে।

দেখেই বোঝা যাচ্ছে বিশাল আকৃতির এই ওজনও কয়েক টন হবে।   

স্থানীয়দের ভাষ্য, বড় ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে এটির মারা যেতে পারে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর