গাঁজা চাষে অনুমতি দিচ্ছে পাকিস্তান সরকার

গাঁজা চাষে অনুমতি দিচ্ছে পাকিস্তান সরকার

অনলাইন ডেস্ক

ওষুধ শিল্পে কাঁচামাল হিসেবে ব্যাপক চাহিদার জন্য ২০২১ সালের সেপ্টেম্বরে গাঁজা চাষের অনুমতি দেওয়ার পরিকল্পনা করেছে পাকিস্তান সরকার। এমনকি ৩ বছরের মধ্যে গাঁজা থেকে ১০০ কোটি ডলার আয়ের ভবিষ্যৎ দেখছে ইমরান খানের প্রশাসন।

গাঁজা অনেকের কাছে মাদক হিসেবে পরিচিত হলেও যুগ যুগ ধরে চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত হচ্ছে এই ভেষজ উদ্ভিদ।

বাজার গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল মার্কেট ইনসাইটের গবেষণা অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ বিশ্বে গাঁজার বৈধ বাজারের আকার ৫৯ হাজার কোটি ডলার ছাড়াবে।

সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় গাঁজার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই গাঁজাকে ভয়াবহ মাদকের তালিকা থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।


আরও পড়ুনঃ


নিউইয়র্ককে টপকে এখন বিলিয়নিয়ারদের শহর বেইজিং

মাওলানা মামুনুলের রিসোর্ট কাণ্ডে 'পুরুষশুন্য' কয়েক গ্রাম!

ফেসবুকে আপনার তথ্য ফাঁস হয়েছে কিনা যেভাবে জানবেন

করোনা আক্রান্ত প্রতি তিনজনের একজন মস্তিষ্কের সমস্যায় ভুগছেন: গবেষণা


এদিকে, গত কয়েক বছর ধরে লোকসানের মুখে রয়েছে পাকিস্তানের অর্থনীতি। ২০১৯ সালে তুলার উৎপাদন কমেছে ২০ শতাংশ, যেখানে তাদের রপ্তানির শতকরা ৬৪ ভাগই আসে তুলা থেকে।

ফলে অর্থনৈতিক এই সংকট কাটাতে গাঁজা চাষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছে দেশটির সরকার।

news24bd.tv / নকিব