করোনার বিধি ভেঙে জন্মদিন পালন, নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা

করোনার বিধি ভেঙে জন্মদিন পালন, নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা

অনলাইন ডেস্ক

আরোপিত বিধিনিষেধের না মেনে নিজের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করায় নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গকে২০ হাজার নরওয়েজিয়ান ক্রোন জরিমানা করা হয়েছে।

নরওয়ের পুলিশ আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সে এ খবর প্রকাশ করা হয়।

আর্না সোলবার্গ নরওয়ের দুই মেয়াদের প্রধানমন্ত্রী।

তিনি তাঁর ৬০তম জন্মদিন উদ্‌যাপনে গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে একটি পাহাড়ি রিসোর্টে ওই পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।


মার্কেট–শপিং মল খুলল চার দিন পর, ক্রেতা কম

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউননের চিন্তা করছে সরকার : কাদের

পিগিং কার্যক্রমের জন্য টানা দু’দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাতেনাতে ধরা খেয়ে নিজে চলে গেল, ঝর্ণাকে সঙ্গে নিল না


অনুষ্ঠানে তাঁর ১৩ জন পারিবারিক সদস্য অংশ নিয়েছিলেন। করোনার বিধি ভেঙে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আর্না সোলবার্গ গত মাসে ক্ষমা চেয়েছিলেন।

করোনা মহামারি মোকাবিলায় নরওয়েতে কোনো অনুষ্ঠানে ১০ জনের বেশি লোকের অংশগ্রহণের ওপর দেশটির সরকার নিষেধাজ্ঞা দিয়েছে।

এ নিষেধাজ্ঞা ভাঙার জন্যই জরিমানা খেলেন প্রধানমন্ত্রী আর্না সোলবার্গ।

নরওয়েতে পুলিশ যদিও এ ধরনের ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রে জরিমানা করে না। কিন্তু দেশটির প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তা করা হয়েছে। কারণ সরকারি দায়িত্বের অগ্রভাগে রয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনিই বিধি ভাঙছেন। এ জন্য তাঁকে জরিমানা করা হয়েছে।

news24bd.tv তৌহিদ