ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হন অবস্থানকারীরা

ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হন অবস্থানকারীরা

অনলাইন ডেস্ক

বায়তুল মোকাররম এলাকায় আজ শুক্রবার সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। যদিও হেফাজতে ইসলামসহ ইসলামি সংগঠনের কোন কর্মসূচি ছিল না। বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে করে মুসল্লিদের একাংশ বেরিয়ে গেলেও আরেকটি অংশ উত্তর গেটে অবস্থান নেন। এ সময় সাংবাদিকেরা তাঁদের ছবি তুলতে গেলে তাঁদের ওপর চড়াও হন সেখানে অবস্থানকারীরা।

জানা যায়, জুমার নামাজ শেষে মোনাজাতের পর মুসল্লিদের অনেকেই মসজিদ থেকে বের হয়ে যান। তবে দেড় থেকে ২০০ মুসল্লি উত্তর ফটকে সিঁড়ির ওপর অবস্থান নেন। এ সময় পুলিশেরও অবস্থান ছিল মসজিদের উত্তর ফটকসংলগ্ন সড়কে।

তাঁদের অবস্থান করার কারণে সাংবাদিকদের অনেকেই তাঁদের ছবি তোলেন এবং ভিডিও করতে থাকেন।

এ সময় মুসল্লিরা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে ছবি ও ভিডিও করার কারণ জানতে চান। তখন সাংবাদিকদের কেউ কেউ পেশাগত কারণে ছবি তোলার বিষয়টি উল্লেখ করলে মুসল্লিরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।  

এসময় সাংবাদিকদের উদ্দেশে তারা বলেন, সাংবাদিকরা দেখে একটা, লেখে আরেকটা। ক্যামেরা দিয়ে নজরদারির কারণে তারা ঠিকমতো নামাজ পড়তে পারেননি। তারা সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পথে আসারও পরামর্শ দেন মুসল্লিদের কেউ কেউ।

আরও পড়ুন:


১৪ এপ্রিল থেকে লকডাউন, জরুরি সেবার প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৪৬২

দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু

কক্সবাজারে ভেসে এলো দুই টনেরও বেশি ওজনের মরা তিমি

দুর্ভিক্ষের মুখে উত্তর কোরিয়া, প্রাণহানির শঙ্কায় লাখো মানুষ


news24bd.tv / কামরুল