জান্নাত আরার সঙ্গে তার ছেলের জমাটবাঁধা কষ্টগুলো চাপা থাকেনি

জান্নাত আরার সঙ্গে তার ছেলের জমাটবাঁধা কষ্টগুলো চাপা থাকেনি

Other

জান্নাত আরা আর তার ছেলে আব্দুর রহমানের টেলিফোনে কথোপকথন’টা শুনলাম। সত্যি কথা বলতে মা ও ছেলের কথা শুনে মনের অজান্তেই কেন যেন চোখে পানি চলে এসেছে। ছেলে উত্তেজিত মা নমনীয় ছিল। ভাষা যাই হোক, দুজনের ভিতরের জমাটবাঁধা কষ্টগুলো চাপা থাকেনি।

 

আরও পড়ুন:


১৪ এপ্রিল থেকে লকডাউন, জরুরি সেবার প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৪৬২

দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু

কক্সবাজারে ভেসে এলো দুই টনেরও বেশি ওজনের মরা তিমি

দুর্ভিক্ষের মুখে উত্তর কোরিয়া, প্রাণহানির শঙ্কায় লাখো মানুষ


এক সময় সিনেমাতে এই গল্পগুলো দেখতাম। স্বামীর অসহায়ত্বের সুযোগ নিয়ে সন্তানের চোখের সামনে দাপটশালী হায়েনারা কিভাবে মা’য়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। একটা পরিবারকে কিভাবে জিম্মি করেছে আলেম নামধারী মামুনুল হক। এই মহিলাকে যে সে বিয়েও করেনি তা ও এখন স্পষ্ট।

জান্নাত আরার ডায়েরির লেখা তাই বলে।  

মামুনুল হক’কে আমার হায়েনা’ই মনে হয়েছে। একটি সুন্দর সংসারকে সে কিভাবে ধ্বংস করে দিয়েছে। এই রকম আরো কত পরিবার না জানি তার লালসার শিকার হয়েছে। সব তদন্ত করে দেখা উচিত।

আশরাফুল আলম খোকন (ফেসবুক থেকে)