মাওলানা মামুনুলের ফেসবুক পেজে নেই সেই লাইভ ভিডিও

মাওলানা মামুনুল হক

মাওলানা মামুনুলের ফেসবুক পেজে নেই সেই লাইভ ভিডিও

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে গত শনিবার (৩ এপ্রিল) এক নারীসহ অবরুদ্ধ হয়েছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। বিতর্কিত সেই বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গতকাল  নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসেছিলেন তিনি।  

লাইভে দেওয়া সেই বক্তব্য নিয়েও দেশজুড়ে চলে তুমুল আলোচনা-সমালোচনা। সেখানে দেওয়া তার বক্তব্য বিতর্ককে আরও উসকে দেয়।

 

যেই লাইভ ভিডিওটি নিয়ে এত আলোচনা-সমালোচনা। সেই ভিডিওটি এখন আর মাওলানা মামুনুল হক নামে ফেসবুকের ভেরিফায়েড পেজে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে ওই পেজে ঢুকে সেই লাইভ ভিডিওটি খুঁজে পাওয়া যায়নি।   

news24bd.tv

তার ফেসবুক পেজে ঢুকলে আরবিতে একটি পোস্ট দেখা যাচ্ছে- 

পোস্টটি হুবহু তুলে ধরা হলো- قل لن يصيبنا الا ما كتب الله لنا هو مولانا
اللهم استر عوراتنا وآمن روعاتنا

আরবি ভাষায় দেয়া এই পোস্টের বাংলা অর্থ দাঁড়ায়, ‘বলুন, আল্লাহ আমাদের জন্য যা নির্দেশ করেছেন তাছাড়া আমাদের আর কিছুই হবে না।

হে আল্লাহ, আমাদের নগ্নতা লুকান এবং আমাদের সৌন্দর্য সুরক্ষিত করুন। ’


১৪ এপ্রিল থেকে লকডাউন, জরুরি সেবার প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৪৬২

দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু

কক্সবাজারে ভেসে এলো দুই টনেরও বেশি ওজনের মরা তিমি


গতকালের সেই ফেসবুক লাইভ ভিডিওতে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক বলেছেন, ‘স্ত্রীকে সন্তুষ্ট করতে, স্ত্রীকে খুশি করতে প্রয়োজনীয় ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে। ’

তিনি আরও বলেছিলেন, ‘আমি একাধিক বিয়ে করেছি। ’ তিনি দাবি করেন, ইসলামি শরিয়ত অনুযায়ী ও বাংলাদেশের আইনে একাধিক বিয়ের ক্ষেত্রে কোনো বাধা নেই। নিজের একাধিক বিয়ের কথা উল্লেখ করে মামুনুল বলেন, একজন পুরুষ চারটি বিয়ে করতে পারেন। চারটি বিয়ে করলে কার কী?

# স্ত্রীকে সন্তুষ্ট করতে সীমিত পরিসরে সত্য গোপন করার অবকাশ রয়েছে: মাওলানা মামুনুল

অবশেষ মামুনুল নিজেই স্বীকার করলেন ফোনালাপ তার

news24bd.tv নাজিম