ব্রাহ্মণবাড়িয়ার ৯ থানা, ১২ পুলিশ ক্যাম্প ও ফাঁড়িতে এলএমজি নিয়ে প্রস্তুত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার ৯ থানা, ১২ পুলিশ ক্যাম্প ও ফাঁড়িতে এলএমজি নিয়ে প্রস্তুত পুলিশ

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ জেলার ৭ থানা ও ৮টি ফাঁড়িতে এলএমজি পোস্ট ও সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপনের পর এবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি থানা, পুলিশ লাইনস, তদন্ত কেন্দ্র এবং ১২টি পুলিশ ক্যাম্প ও ফাঁড়িতে একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্বস্থ সূত্র জানায়, সব স্টেশনে পুলিশের সংখ্যা বাড়ানোর পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখা (এসবি) বিষয়টি নিশ্চিত করে।


নারায়ণগঞ্জের ৭ থানা ও ৮ ফাঁড়িতে এলএমজি তাক করে বসে আছে পুলিশ

মার্কেট–শপিং মল খুলল চার দিন পর, ক্রেতা কম

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউননের চিন্তা করছে সরকার : কাদের

পিগিং কার্যক্রমের জন্য টানা দু’দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাতেনাতে ধরা খেয়ে নিজে চলে গেল, ঝর্ণাকে সঙ্গে নিল না


জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. ইমতিয়াজ আহাম্মেদ বলেন, ‘গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিনে হেফাজতে ইসলামের বিভিন্ন সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মসূচির কারণে জেলার বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য পুলিশ স্থাপনায় এমন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

তিনি জানান, নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের আওতাধীন ২৭টি পুলিশ স্থাপনায় বালুর বস্তা দিয়ে বিশেষ ধরণের নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

এসব নিরাপত্তা পোস্টে আধুনিক ও ভারি অস্ত্রসহ প্রশিক্ষিত পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক প্রেক্ষাপটে কোনো দুষ্কৃতিকারী যেন পুলিশ স্থাপনায় হামলা বা সহিংসতা ঘটাতে না পারে সেজন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করবেন।

news24bd.tv তৌহিদ