মানুষের জীবন বাঁচাতে আমরা কঠোর লকডাউনের দিকেই যাচ্ছি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মানুষের জীবন বাঁচাতে আমরা কঠোর লকডাউনের দিকেই যাচ্ছি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে প্রতিনিয়তই বাড়ছে করোনার সংক্রমণ। এর একটাই কারণ মানুষ স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানছে না। আর এ কারণেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল বাড়ছে।  

তিনি বলেন, মানুষ যেহেতু স্বাস্থ্যবিধি মানছে না।

এখন আমাদেরকে মানুষের জীবন বাঁচাতে কঠোর লকডাউন দরকার। আর আমরা সেই দিকেই যাচ্ছি।

আজ রাত ৮টার দিকে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ‘জনতন্ত্র-গণতন্ত্র’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আজকের আলোচ্য বিষয় ছিলো  ‘আসছে কঠোর লকডাউন’ ।

 


১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউননের চিন্তা করছে সরকার: কাদের

ব্রাহ্মণবাড়িয়ার ৯ থানা, ১২ পুলিশ ক্যাম্প ও ফাঁড়িতে এলএমজি নিয়ে প্রস্তুত পুলিশ

মাওলানা মামুনুলের ফেসবুক পেজে নেই সেই লাইভ ভিডিও

খুব অকথ্য এসব ফিলিংস!


করোনা সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

করোনা সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সর্বাত্মক লকডাউন বলতে কি বুঝাতে চেয়েছেন-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সর্বাত্মক লকডাউন বলতে কঠোর লকডাউনকে বোঝানো হয়েছে। মানুষ এখন যেমন অপ্রয়োজনেও বাইরে বের হচ্ছেন আর আক্রান্ত হচ্ছেন। সেসময় এই সুযোগ থাকবে না।

তিনি বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করছি। এবারের প্রস্তুতি আরো সুন্দর হবে।

জনগণের জন্য সরকার বেস্ট সিদ্ধান্তটাই নেবে বলেও আশ্বস্ত করেন তিনি।  

news24bd.tv নাজিম