ডাবল মাস্ক ব্যবহারে উৎসাহিত করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডাবল মাস্ক ব্যবহারে উৎসাহিত করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে যেসব স্বাস্থ্যবিধি রয়েছে তার মধ্যে মাস্ক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। দেশে যেহেতু করোনার সংক্রমণ বাড়ছে তাই অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। ডাবল মাস্ক ব্যবহার করলে খুবই ভালো হয়। পাশাপাশি স্বাস্থবিধি মেনে চলতে হবে।

তাহলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব হবে।  

আজ রাত ৮টার দিকে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ‘জনতন্ত্র-গণতন্ত্র’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আজকের আলোচ্য বিষয় ছিলো  ‘আসছে কঠোর লকডাউন’ ।  


মানুষের জীবন বাঁচাতে আমরা কঠোর লকডাউনের দিকেই যাচ্ছি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউননের চিন্তা করছে সরকার: কাদের

ব্রাহ্মণবাড়িয়ার ৯ থানা, ১২ পুলিশ ক্যাম্প ও ফাঁড়িতে এলএমজি নিয়ে প্রস্তুত পুলিশ

মাওলানা মামুনুলের ফেসবুক পেজে নেই সেই লাইভ ভিডিও


তিনি বলেন, করোনা বেড়ে যাবার পর থেকেই সরকার মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আর সে কারণেই আজকে মাস্কের ব্যবহারটা বেড়েছে। মাঝখানে কিছুসময় মানুষ মাস্ক ব্যবহারে উদাসীনতা দেখালেও এখন কিন্তু মাস্কের ব্যবহারটা অনেক বেড়েছে। এখন যদি আমরা সবাই স্বাস্থ্যবিধিটা সম্পূর্ণভাবে মেনে চলতে পারি। তাহলে আমি মনে করি স্বাভাবিক পর্যায়ে ফিরে যেতে পারবো।   

news24bd.tv নাজিম