চীনা দূতাবাসের পানির সংযোগ বিচ্ছিন্ন করলো আঙ্কারা সিটি মেয়র

চীনা দূতাবাসের পানির সংযোগ বিচ্ছিন্ন করলো আঙ্কারা সিটি মেয়র

অনলাইন ডেস্ক

তুরস্কের আঙ্কারা সিটি করপোরেশনের মেয়র মনসুর ইয়াবাস চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। বিষয়টি ভালোভাবে নেয়নি চীনা কর্তৃপক্ষ। আঙ্কারা সিটি মেয়রকে এরপর কড়া ভাষায় চিঠি দেয় তুরস্কের  চীনা দূতাবাস।  

তুরস্কের রাজধানী আঙ্কারা সিটি করপোরেশনের মেয়র মনসুর ইয়াবাসও বিষয়টি ভালোভাবে নেননি।

চীনা দূতাবাস থেকে কড়া ভাষার চিঠির পাওয়ার পর ক্ষিপ্ত হয়ে আঙ্কারা মেয়র দূতাবাসের পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। গত বুধবার এমন পদক্ষেপ নেয় আঙ্কারা সিটি।

চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের নৃশংস নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আঙ্কারা সিটি মেয়র মনসুর ইয়াবাস। যার পরিপ্রেক্ষিতে মেয়রকে কড়া ভাষায় চিঠি দেয় স্থানীয় চীনা দূতাবাস।

এতেই বুধবার (৭ এপ্রিল) ক্ষিপ্ত হয়ে দূতাবাসের পানির সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেন তিনি।

ইব্রাহিম হাসকোলোলু নামে তুরস্কের একজন সাংবাদিক এক টুইটার বার্তায় এ তথ্য নিশ্চিত করেন ।  

news24bd.tv/আলী