বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, গুলিতে নিহত ৪

বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, গুলিতে নিহত ৪

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। ভোটকে কেন্দ্র করে রাজ্যটির কুচবিহার জেলার শীতলকুচিতে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত চারজন।   

শনিবার (১০ এপ্রিল) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পশ্চিমবঙ্গের গণমাধ্যম এভিপি আনন্দ জানিয়েছে, নিরাপত্তার দায়িত্বে থাকা সিএপিএফ বাহিনী গুলি চালিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

কেন তাদের গুলি চালাতে হল তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।


লকডাউনের মধ্যেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে চট্রলা মেয়রের ভ্রমণ!

করোনা আক্রান্ত আকরাম খান আইসোলেশনে আছেন

করোনায় পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের মৃত্যু

পুরুষশূন্য সালথার কয়েক গ্রাম


 

চতুর্থ দফায় রাজ্যের পাঁচ জেলার ৪৪টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে উত্তরবঙ্গের কোচবিহার জেলার ৯টি আসনে ভোট চলছে।

news24bd.tv/আলী