লালমনিরহাটে আ.লীগ নেতার বোনের বাড়িতে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া

লালমনিরহাটে আ.লীগ নেতার বোনের বাড়িতে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের বোনের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় শহরে উত্তেজনা দেখা দিয়েছে।

আজ শনিবার সকাল থেকেই শহরের বানিয়াপট্টি ও বাটামোড় এলাকায় ছাত্রলীগ, যুবলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

শহরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন


শাল্লায় হামলা-লুটপাট: আরও এক এজাহারভূক্ত আসামী গ্রেপ্তার

মাওলানা মামুনুলের বিরুদ্ধে সোনারগাঁয়ে আরও এক মামলা

মুন্সীগঞ্জে বিস্ফোরণ: চিকিৎসাধীন মেয়রের স্ত্রীর মৃত্যু

করোনা কাউকে করে না করুণা: ওবায়দুল কাদের


গত বৃহস্পতিবার রাতে শহরের সাহেব পাড়া এলাকায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের বোনের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি ও উপজেলা ভাইস -চেয়ারম্যান জাবেদ হোসেন বক্করকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়।

শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করে পৌর ছাত্রলীগ দাবী করে বলেন, ঘটনার সাথে ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন বক্কর জড়িত নয়।  অভিযুক্ত ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন বক্কর ওই রাতেই সদর থানায় একটি অভিযোগ দায়ের করে।

news24bd.tv আহমেদ