বিধানসভা নির্বাচনে ভোট দিলেন সৌরভ গাঙ্গুলি

বিধানসভা নির্বাচনে ভোট দিলেন সৌরভ গাঙ্গুলি

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার চতুর্থ দফার নির্বাচনে আজ শনিবার (১০ এপ্রিল) সকাল সাতটা থেকে ভোট শুরু হয়। মোট ৪৪টি আসনে ভোট চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত।  

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি ও সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি তার স্ত্রী ডোনা গাঙ্গুলি নিয়ে সেখানে গিয়ে ভোট দিয়েছেন। তিনি ভোট দেন বেহালার বাসিন্দা হিসেবে।

  

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের পাড়ায় জনকল্যাণ বিদ্যাপিঠে ভোট দিতে যান সৌরভ।

আরও পড়ুন


ইতিহাসের সত্য না বলা অপরাধ: মির্জা ফখরুল

দেশে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু

মাওলানা মামুনুলের বিরুদ্ধে সোনারগাঁয়ে আরও এক মামলা

শরণখোলায় ডায়রিয়ার প্রকোপ, শতাধিক রোগী হাসপাতালে ভর্তি


এরআগে আইপিএলের উদ্বোধনী ম্যাচ দেখতে চেন্নাইতে যান তিনি। পরে শনিবার বিমানবন্দর থেকে সরাসরি ভোট কেন্দ্রে যান বিসিসিআই প্রধান। এ সময় ভোটকেন্দ্রে বেশ ভিড় লেগে যায়।

তবে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই তারা ভোট প্রদান করেছেন।  

ভোট দেওয়ার পর সৌরভ জানান, ‘আমি সব সময় ভোট দেই। সাধারণত সকালের দিকে ভোট দেই। কিন্তু আইপিএলের প্রোগ্রামে থাকায় এবার একটু দেরি হয়ে গেল। বাড়ির সবাই আমার আগে সকালে ভোট দিয়ে গিয়েছে। ’

news24bd.tv / কামরুল