শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়েই হবে প্রিন্স ফিলিপের শেষকৃত্য

শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়েই হবে প্রিন্স ফিলিপের শেষকৃত্য

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের কারণে ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপের শেষকৃত্যে থাকবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়েই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

আগামী শনিবার (১৭ এপ্রিল) প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আয়োজন করা হবে যেখানে তার সন্তান, নাতি-নাতনি ও পরিবারের ঘনিষ্ঠরাসহ মাত্র ৩০ জন উপস্থিত থাকতে পারবেন। এমনকি জনসাধারণকেও এ অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।


আরও পড়ুনঃ


নিউইয়র্ককে টপকে এখন বিলিয়নিয়ারদের শহর বেইজিং

মাওলানা মামুনুলের রিসোর্ট কাণ্ডে 'পুরুষশুন্য' কয়েক গ্রাম!

ফেসবুকে আপনার তথ্য ফাঁস হয়েছে কিনা যেভাবে জানবেন

করোনা আক্রান্ত প্রতি তিনজনের একজন মস্তিষ্কের সমস্যায় ভুগছেন: গবেষণা


উইন্ডসরের সেন্ট জর্জ চ্যাপেলে এই শেষকৃত্য অনুষ্ঠান আয়োজন করা হবে।

গত শুক্রবার উইন্ডসর ক্যাসেলে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৯ বছর।

news24bd.tv / নকিব