মিতা হকও চলে গেলেন

মিতা হকও চলে গেলেন

Other

সেবার নিউইয়র্কে গিয়ে মিতা হক আর মৌসুমী ভৌমিকের প্রোগ্রামে যাবার সুযোগ হয়েছিল বন্ধু সুস্মির কল্যাণে। দেশে হরহামেশাই গান শোনা হলেও বিদেশে বসে শোনার মাঝে একটা পার্থক্য তো থাকেই।

শেষবার দেখা হয়েছিল ২০১৫-১৬ তে, সেন্ট্রাল হাসপাতালে। কেমো নিচ্ছিলেন সম্ভবত।

তারও আগে খালেদ খান যেদিন চলে যান, সেই ১৯ ডিসেম্বর সন্ধ্যায় দেখা হয়। অনবরত কথা বলে যাচ্ছিলেন।

একবার এক মন্তব্য করে যখন বেশ সমালোচনার মুখে মিতাপা, তখন প্রতিদিন কথা হতো তাঁর সাথে। তাঁর সাথে কথা বলে একটা লেখাও তখন লিখেছিলাম।

ওনাকে সেই লেখা প্রিন্ট করে দিতে হয়েছিল। কী এক সরল শিশুর মতো বলেছিলেন, 'আমি ভুল কী বলেছি, অন্যায়টা কোথায় হলো!' না ওনি ভুল বলেননি, ভুল তো আমাদের মগজে!

আরও পড়ুন


চলছে হেফাজতের সভা, সিদ্ধান্ত হতে পারে মাওলানা মামুনুলের বিষয়ে

করোনা আক্রান্ত খালেদা জিয়া

ফিরোজায় নিঃসঙ্গ খালেদা ফোনেই অসুস্থ নেতাদের খোঁজ নিচ্ছেন

ভেস্তে গেল পরিকল্পনা, এবারও এসএসসি-এইচএসসি নিয়ে অনিশ্চয়তা


নিউইয়র্কে আমার জন্য বোনাস ছিল সুস্মির বাসার ওই সন্ধ্যাটা। সারাদিন শহর চষে ঘুরে এসে ক্লান্ত, বিধ্বস্ত আমি যেন এক পশলা শান্তির দেখা পেয়েছিলাম। মিতাপাও ক্লান্ত হয়ে ঘুমিয়ে নিচ্ছিল একটুখানি।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক