চট্টগ্রামে হেলে যাওয়া ভবন অপসারণ শুরু

চট্টগ্রামে হেলে যাওয়া ভবন অপসারণ শুরু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের গোয়ালপাড়ায় হেলে যাওয়া ভবন অপসারণ শুরু করেছে ভবন মালিক। শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ভবনটি হেলে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

একে একে ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে উৎসুক জনতাকে ভিড় না করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, আমরা ভবনের সব বাসিন্দাকে সরিয়ে নিচ্ছি। সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

 নির্মাণজনিত ত্রুটির কারণে ভবনটি হেলে পড়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।


আরও পড়ুনঃ


সন্তানদের লড়াই করা শেখান

শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়েই হবে প্রিন্স ফিলিপের শেষকৃত্য

বাংলাদেশের জিহাদি সমাজে 'তসলিমা নাসরিন' একটি গালির নাম

করোনা আক্রান্ত প্রতি তিনজনের একজন মস্তিষ্কের সমস্যায় ভুগছেন: গবেষণা


কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, গোয়ালপাড়ায় কার্তিক ঘোষের মালিকানাধীন ভবনটিতে তার ৫ ছেলে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। ভবনটি হেলে পড়ায় তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।  

এদিকে নিয়ম না মেনে ভবন নির্মানের দায়ে আইনী ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছে সিডিএ।

news24bd.tv / নকিব