ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু

ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু

Other

ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু -- মিতা হক সেই যে মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন তার অমরতা মেশানো গায়কিতে আর ভুলিনি কখনও।

এদেশে রবীন্দ্রসংগীতকে অন্য মাত্রা দেয়াই কেবল নয় দেশের সকল অনাসৃষ্টির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির উত্থানের বিরুদ্ধে দাঁড়ানো মানুষের তালিকায় মিতা হক ছিলেন সংশপ্তক হয়ে।

সেই মিতা হক চলে গেলেন এই ভোরে, আমাদের বেঁচে থাকাকে আরো ভারি করে দিয়ে। আমি হলপ করে বলতে পারি এদেশের অনেক মানুষই মিতা হককে ভাবতেন এইতো আমাদের মিতা, আমার মিতা, যখন-তখন ফোনটি তুলে বলা যায়-- মিতা আপা শোনো না, বলোতো কী করা যায়? এই ভয়ংকর ভোর আমাদের ওপর চাপিয়ে দিয়ে চলে গেলে মিতাপা?


আরও পড়ুনঃ


সন্তানদের লড়াই করা শেখান

শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়েই হবে প্রিন্স ফিলিপের শেষকৃত্য

বাংলাদেশের জিহাদি সমাজে 'তসলিমা নাসরিন' একটি গালির নাম

করোনা আক্রান্ত প্রতি তিনজনের একজন মস্তিষ্কের সমস্যায় ভুগছেন: গবেষণা


এই কষ্টের দিন, এই অসম্ভব কষ্টের কালে মিতা আপা তুমি স্মরিত হবে গানে এবং প্রতিবাদে।

আমি কান্নাটা চেপে রাখতে পারছি না নবনীতা চৌধুরীর কাছ থেকে খবরটা পাওয়ার পর থেকে। এই কান্না ভালোবাসার মিতাপা, তোমাকে ভালোবাসি খুব খুউব। তোমার যাত্রা শান্তিময় হোক প্রিয়তমা মিতাপা।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক