স্বাস্থ্যের তথ্য কর্মকর্তা বলছে পজিটিভ, বেগম জিয়ার চিকিৎসক বলছে বিভ্রান্তিকর

স্বাস্থ্যের তথ্য কর্মকর্তা বলছে পজিটিভ, বেগম জিয়ার চিকিৎসক বলছে বিভ্রান্তিকর

অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনায় আক্রান্ত হয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।

তবে এমন তথ্য অস্বীকার করেছেন বিএনপির চেয়ারপারসনের চিকিৎসক ডাক্তার মামুন। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার আক্রান্তের খবরের কোন সত্যতা নেই, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে রক্ত পরীক্ষা করা হয়েছিলো। কিন্তু সেখানে করোনা পজিটিভ হওয়ার খবর নিতান্তই বিভ্রান্তিমূলক।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করোনা আক্রান্তের খবর জানেনা পরিবার ও দল। তারা বলছেন, খালেদা জিয়ার নমুনাই নেয়া হয়নি। পজিটিভ আসবে কীভাবে? যে পরীক্ষা করা হয়েছিল সেটা রুটিন চেকআপ ছিল।

আরও পড়ুন


খালেদা জিয়ার করোনা আক্রান্তের খবর জানে না পরিবার ও দল

খালেদা জিয়া করোনা আক্রান্ত কি না তা অফিসিয়ালি জানাবো: ফখরুল

চলছে হেফাজতের সভা, সিদ্ধান্ত হতে পারে মাওলানা মামুনুলের বিষয়ে

করোনা আক্রান্ত খালেদা জিয়া


এর আগে খালেদা জিয়ার করোনা টেস্টের একটি রিপোর্ট ভাইরাল হয়।

করোনা টেস্টের রিপোর্ট এসেছে এই প্রতিবেদকের হাতে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে তিনি করোনা পজিটিভ। আজ রবিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের একটি রিপোর্টে এমন তথ্য দাবি করা হয়েছে।

তবে এ বিষয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, আমরা কারও ব্যক্তিগত তথ্য দিতে পারবো না। যারা আপনাদের তথ্য দিচ্ছে তাদের কাছে থেকে নিশ্চিত হন। আমরা কোন মন্তব্য করবো না।

news24bd.tv আহমেদ