চীনে কয়লাখনিতে বন্যার পানি, অবরুদ্ধ ২১ শ্রমিক

চীনে কয়লাখনিতে বন্যার পানি, অবরুদ্ধ ২১ শ্রমিক

অনলাইন ডেস্ক

বন্যার পানিতে চীনের শিনজিয়াং অঞ্চলের এক কয়লা খনিতে ২১ জন শ্রমিক আটকা পড়েছেন। রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর খনিটির একটি অংশ প্লাবিত হলে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এসময়ে খনিটিতে ২৯ শ্রমিক কাজ করছিলেন বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। ঘটনার পর আট শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরেক প্রতিবেদনে জানা গেছে, যারা আটকা পড়েছেন তাদের মধ্যে রোববার পর্যন্ত ১২ জনের অবস্থান শনাক্ত করা গেছে এবং তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


আরও পড়ুনঃ


সন্তানদের লড়াই করা শেখান

শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়েই হবে প্রিন্স ফিলিপের শেষকৃত্য

বাংলাদেশের জিহাদি সমাজে 'তসলিমা নাসরিন' একটি গালির নাম

করোনা আক্রান্ত প্রতি তিনজনের একজন মস্তিষ্কের সমস্যায় ভুগছেন: গবেষণা


বাকি ৯ জন শ্রমিকের অবস্থান নির্ণয়ের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশটির পূর্বাঞ্চলে একটি খনিতে বিস্ফোরণের পর ২২ শ্রমিক আটকা পড়েছিলেন। গত বছরের ডিসেম্বরেও দেশটির একটি কয়লা খনিতে আটকা পড়ে ২৩ শ্রমিকের মৃত্যু হয়।

news24bd.tv / নকিব