চট্টগ্রাম বন্দর দিয়ে ছোলা-খেজুরসহ বিভিন্ন পণ্যের রেকর্ড আমদানি

Other

আমদানি বেশি হওয়ায় রমজানের আগে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জের পণ্য সরবরাহ বেড়েছে কয়েকগুণ। কমতে শুরু করেছে ছোলা, ডালসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। কমেছে ভোজ্যতেলের দামও।  

পেঁয়াজের দাম কমে ২৭- ২৮ টাকা কেজিতে আসলেও আইপি বন্ধ করে দেয়ায় আবারো পেয়াঁজ সংকটে দাম বেড়ে যাওয়ার ইঙ্গিত ব্যবসায়ীদের।

আর ক্রেতারা বলছেন,বাজারে প্রশাসনের নিয়ন্ত্রণ থাকলে অসাধু ব্যবসায়ীদের চালবাজির সুযোগ হবেনা।  

চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে অবস্থান করা ১১টি জাহাজ থেকে খালাস হচ্ছে চিনি ছোলা ডালসহ অন্যান্য পণ্য। সমুদ্র বন্দর কর্তৃপক্ষ বলছে, এ বছর সবচেয়ে বেশি আমদানি হয়েছে ছোলা, খেজুরসহ বিভিন্ন রকমের পণ্য। যা কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে।


দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

মাওলানা মামুনুলের কথিত দ্বিতীয় স্ত্রী ঝর্ণার বড় ছেলের থানায় জিডি

মাওলানা রফিকুল মাদানীর নামে আরেকটি মামলা, আনা হলো যেসব অভিযোগ

স্বাস্থ্যের তথ্য কর্মকর্তা বলছে পজিটিভ, বেগম জিয়ার চিকিৎসক বলছে বিভ্রান্তিকর


দেশের সবচেয়ে বড় নিত্যপণ্যের বাজার খাতুনগঞ্জে পণ্য সরবরাহ দ্বিগুণ হওয়ায় ছোলা মসুরডালসহ সব ধরনের পণ্যের দাম কমেছে।

আর ভোক্তারা বলছেন, পণ্যের দাম কমে যাওয়ার ধারা অব্যাহত রাখতে প্রশাসনকে আরো কঠোর হতে হবে।

এখন পেঁয়াজের দাম কমলেও আইপি বন্ধ করে দেয়ায় রমজানে পেঁয়াজ সংকটের আশংকা আমদানিকারকদের। এই পর্যন্ত ছোলা আমদানি হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩শ টন। মসূর ডাল ২ লাখ ৪৫ হাজার ৯১৭ টন। সয়াবিন তেল ৪০ হাজার টন। পরিশোধিত চিনি ১৫০ টন। আর খেজুর আমদানি হয়েছে ৭৬ হাজার ২২০ টনের বেশি।

news24bd.tv নাজিম