গুগল ম্যাপ দেখে ভুল কনের বাড়িতে বরযাত্রী, তবে ঘটেনি দুর্ঘটনা

গুগল ম্যাপ দেখে ভুল কনের বাড়িতে বরযাত্রী, তবে ঘটেনি দুর্ঘটনা

অনলাইন ডেস্ক

বিয়ে করতে যাওয়ার সময় কনের বাড়ি খুঁজতে গুগল ম্যাপের সাহায্য নিয়েছিলেন বরযাত্রীরা। কিন্তু ভুলবশত কনের বাড়ি যাওয়ার বদলে অন্য এক মেয়ের বাড়িতে পৌঁছে যান বরযাত্রীরা। শেষপর্যন্ত অবশ্য অঘটন ঘটেনি।

এই খবর প্রকাশের পর নেট দুনিয়ায় রীতিমতো হাসির রোল পড়েছে।

সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়।  

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি দেশটির একটি গ্রামে একই সঙ্গে দুজন মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে একজনের বিয়ে ছিল এবং অপরজনের ছিল বাগদান অনুষ্ঠান। তবে ওই বরযাত্রী বিয়েবাড়িতে যাওয়ার আগেই গুগল ম্যাপ দেখে ভুলে যে মেয়েটির বাগদান হওয়ার কথা ছিল, তার বাড়িতে ঢুকে যান।


খালেদা জিয়াসহ ফিরোজা বাসভবনের সবাই করোনায় আক্রান্ত, চলছে চিকিৎসা

ভ্যাকসিন নিয়ে পাইলট-কেবিন ক্রুরা ৪৮ ঘণ্টা ফ্লাইটে যেতে পারবেন না

মাদরাসা ও মসজিদ লকডাউনের আওতামুক্ত রাখার দাবি


তখনও পর্যন্ত ভুলটি কেউ ধরতে পারেননি। দু’পক্ষ রীতি মেনে উপহার আদান-প্রদানও করেন। পরে বরপক্ষেরই একজন ভুলটি বুঝতে পারেন। এরপরই বিষয়টি জানাজানি হয়। এরপর রবপক্ষের লোকরা ক্ষমা চেয়ে ওই বাড়ি থেকে বের হন।

news24bd.tv তৌহিদ