worldometers এ সার্চ দিলেই ধরতে পারবেন শুভঙ্করের ফাঁকি

worldometers এ সার্চ দিলেই ধরতে পারবেন শুভঙ্করের ফাঁকি

Other

করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা, সরকার যা দেখাচ্ছে, সেটা সত্য হোক। মানুষ যত কম আক্রান্ত হয়, ততই ভালো।   যদিও সরকারের দেওয়া পরিসংখ্যান বিশ্বাসযোগ্য না।

ইতালিতে যেটা দেখা যাচ্ছে, গত মাস খানেক ধরে প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ১৫/২০ হাজার করে, মৃত প্রতিদিন ৫০০র কাছাকাছি বা বেশি।

জনসংখ্যা মোটে ৬ কোটি। লোকজন যথেষ্ট সতর্ক হয়ে চলার পরও এই পরিস্থিতি।


খালেদা জিয়াসহ ফিরোজা বাসভবনের সবাই করোনায় আক্রান্ত, চলছে চিকিৎসা

ভ্যাকসিন নিয়ে পাইলট-কেবিন ক্রুরা ৪৮ ঘণ্টা ফ্লাইটে যেতে পারবেন না

মাদরাসা ও মসজিদ লকডাউনের আওতামুক্ত রাখার দাবি


worldometers ওয়েব সাইটে কেউ একটু সার্চ দিলেই শুভঙ্করের ফাঁকিটা ধরতে পারবেন।

বাংলাদেশ ছাড়া, করোনার সংক্রমণ সব দেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ে।

আজ যেখানে ১০ হাজার দেখবেন, পরদিনই হতে পারে ২০/২৫ হাজার।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর