শত্রু পক্ষকে সহযোগিতা, তিন সেনা সদস্যের শিরশ্ছেদ করল সৌদি আরব

শত্রু পক্ষকে সহযোগিতা, তিন সেনা সদস্যের শিরশ্ছেদ করল সৌদি আরব

অনলাইন ডেস্ক

শত্রু পক্ষকে সহযোগিতা করার অভিযোগে তিন সেনা সদস্যের শিরশ্ছেদ করল সৌদি আরব। শনিবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডন এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শত্রুদের সহযোগিতা করার মতো চরম বিশ্বাসঘাতকতার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তাদের বিশ্বাসঘাতকতার জন্য সৌদি সামরিক বাহিনীর স্বার্থ হুমকির মুখে পড়েছিল বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

বিবৃতিতে তিন সেনার নাম মোহাম্মাদ বিন আহমেদ, শাহের বিন ঈসা ও হামুদ বিন ইবরাহিম বলে উল্লেখ করা হয়েছে।


একদিনে হেফাজতের ৪ নেতা আটক

বোনকে খুঁজে না পেয়ে ভাইয়ের জিডি, বলছেন তার বোনকেও বিয়ে করেছেন মাওলানা মামুনুল

সূরা তাওবার শেষ দুই আয়াতের ফজিলত

সক্রেটিস আইন মেনে মরলেন, রফিকুল আইন মানেন না


সংবাদমাধ্যম দ্য ডন বলছে, বিবৃতিতে কোনো দেশের শত্রুকে তারা সহযোগিতা করেছে উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে- ইয়েমেনকে গোপন তথ্য দিয়ে সহায়তা করার অভিযোগ আনা হয়। ইয়েমেন সীমান্তের কাছে ওই তিন সেনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

news24bd.tv নাজিম