শত্রুকে সহযোগিতার অভিযোগ, ৩ সৌদি সেনার মৃত্যুদণ্ড কার্যকর

শত্রুকে সহযোগিতার অভিযোগ, ৩ সৌদি সেনার মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক

শত্রুকে সহযোগিতার অভিযোগে সৌদি আরবের তিন সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে কোন দেশের শত্রুকে এসব সেনা সহযোগিতা করেছেন তা পরিষ্কার করে উল্লেখ করা হয় নি।

শত্রুকে এই সহযোগিতার বিষয়টি সৌদি কর্তৃপক্ষ উচ্চ পর্যায়ের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করা হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “শত্রুদেরকে সহযোগিতা করার মতো চরম বিশ্বাসঘাতকতার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিবৃতিতে তিন সেনার নাম মোহাম্মাদ বিন আহমেদ, শাহের বিন ঈসা ও হামুদ বিন ইবরাহিম বলে উল্লেখ করা হয়েছে। তবে কোন দেশের শত্রুকে তারা সহযোগিতা করেছে তা ওই  বিবৃতিতে উল্লেখ করা হয় নি।


আরও পড়ুনঃ


বাংলাদেশের জিহাদি সমাজে 'তসলিমা নাসরিন' একটি গালির নাম

করোনা আক্রান্ত প্রতি তিনজনের একজন মস্তিষ্কের সমস্যায় ভুগছেন: গবেষণা

কুমারীত্ব পরীক্ষায় 'ফেল' করায় নববধূকে বিবাহবিচ্ছেদের নির্দেশ

বাদশাহ সালমানের নির্দেশে সৌদিতে কমছে তারাবির রাকাত সংখ্যা


তাদের বিশ্বাসঘাতকতার জন্য সৌদি সামরিক বাহিনীর স্বার্থ হুমকির মুখে পড়েছিল বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।  ইয়েমেন সীমান্তের কাছে এসব সেনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

news24bd.tv / নকিব