১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি

১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আবারো এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারা দেশে চলবে সর্বাত্মক লকডাউন।  

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

লকডাউনের এ সময়ে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস ও গণপরিবহন বন্ধ  থাকবে।

তবে খোলা থাকবে গার্মেন্ট ও শিল্পকারখানা।  


একদিনে হেফাজতের ৪ নেতা আটক

বোনকে খুঁজে না পেয়ে ভাইয়ের জিডি, বলছেন তার বোনকেও বিয়ে করেছেন মাওলানা মামুনুল

সূরা তাওবার শেষ দুই আয়াতের ফজিলত

সক্রেটিস আইন মেনে মরলেন, রফিকুল আইন মানেন না


এছাড়া নৌ, রেল, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য নয়।  

কঠোর লকডাউনের সময়ে শপিংমল ও সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে।

তবে কাঁচামালের বাজার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে।  

এসব বিধি-নিষেধ কঠোরভাবে পালনের জন্য সংশিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিবদের নির্দেশনা দেয়া হয়েছে।

news24bd.tv নাজিম