নারায়ণগঞ্জে রিসোর্ট কাণ্ড : ৪ হেফাজত নেতার তিন দিনের রিমান্ড

নারায়ণগঞ্জে রিসোর্ট কাণ্ড : ৪ হেফাজত নেতার তিন দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ এ রিসোর্টে মামুনুল হককান্ডে গ্রেফতার  ৪ হেফাজত নেতা মাওলানা ইকবাল,মাওলানা মহিউদ্দীন, মাওলানা শাহজাহান শিবলী, মাওলানা মোয়াজ্জেমকে দুই মামলায় মোট তিনের রিমান্ড দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রাজজ আদালত।  

সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর আদেশ দেন, এর আগে সরকারপক্ষ সাত দিনের রিমান্ড আবেদন করেন।  

এর আগে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়াল রিসোর্টে মামুনুল হকের নারী কেলেংকারি ইস্যুতে মহাসড়কে তাণ্ডবের ঘটনায় পুলিশের দায়ের করা দুই মামলায় হেফাজতে ইসলামের আরও চার নেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন- সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসেন, মাওলানা আমির মহিউদ্দিন, সোনারগাঁও উপজেলা হেফাজত ইসলামের সেক্রেটারি মাওলানা শাহজাহান ওরফে শিবলি এবং সহসভাপতি মাওলানা মোয়াজ্জেম হোসেন।


শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়েই হবে প্রিন্স ফিলিপের শেষকৃত্য

বাংলাদেশের জিহাদি সমাজে 'তসলিমা নাসরিন' একটি গালির নাম

করোনা আক্রান্ত প্রতি তিনজনের একজন মস্তিষ্কের সমস্যায় ভুগছেন: গবেষণা

কুমারীত্ব পরীক্ষায় 'ফেল' করায় নববধূকে বিবাহবিচ্ছেদের নির্দেশ


 

রোববার (১১ এপ্রিল) মধ্যরাতে রাজধানীর জুরাইন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‌্যাব-১১ সদস্যরা তাদের গ্রেফতার করে।  

নারায়ণগঞ্জে হেফাজতের হরতাল কর্মসূচি ও দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নারীসহ অবরুদ্ধ হওয়ার পর হেফাজত নেতাকর্মীদের তাণ্ডব ও সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ১৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ৬৩ জনকে।

news24bd.tv/আলী