‘খেলাফত প্রতিষ্ঠা হলে ধরব আর জবাই করব’ বক্তব্য দেওয়া হেফাজত নেতা রিমান্ডে

‘খেলাফত প্রতিষ্ঠা হলে ধরব আর জবাই করব’ বক্তব্য দেওয়া হেফাজত নেতা রিমান্ডে

অনলাইন ডেস্ক

‘খেলাফত প্রতিষ্ঠা হলে একটা একটা ধরব আর জবাই করব’ এমন বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হেফাজত নেতা ওয়াসেক বিল্লাহ নোমানীর একদিনের রিমান্ড দেওয়া হয়েছে।

আইসিটি মামলায় সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

এসময় ১নং আমলী আদালতের বিচারক আব্দুল হাই একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার বিকেলে নগরীর সেনবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে ধর্মীয় ও সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগে জেলা শ্রমিকলীগ নেতা রাকিবুল ইসলাম শাহীন কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ করেন।

আটকের পর রবিবার রাতে শ্রমীক লীগ নেতার অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালী মডেল থানায় এসআই মাহবুবুর রশিদ বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করেন।   

কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ওয়াসেক বিল্লাহ নোমানী ওরফে চয়ন কুমার দাসকে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে ১নং আমলী আদালতের বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে হিন্দু থেকে ধর্মান্তরিত হওয়া এ নেতা এক ওয়াজ মাহফিলে বলেন, ‘আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, আর যদি ইনশাল্লাহ খেলাফত প্রতিষ্ঠা করতে পারি, যদি আল্লাহ তৌফিক দেয় আর যদি ইনশাল্লাহ খেলাফত কায়েম করতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, সংবাদ দেখার টাইম পাবি না।

সংবাদ দেখার টাইম পাবি না। একটা একটা ধরব আর জবাই করব, জবাই করব ইনশাল্লাহ। ’

news24bd.tv তৌহিদ