তিনি ক্ষান্ত দেন, বাবুনগরী চালিয়ে যাবেন

তিনি ক্ষান্ত দেন, বাবুনগরী চালিয়ে যাবেন

Other

মেন্টাল ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য ভোগা লোকজনের আচরণ প্রায় একই রকম। ঢাবি চারুকলার ডিন নোমান সাহেব গতকাল পর্যন্ত গোঁ ধরে ছিলেন প্রয়োজনে জীবন দিয়ে হলেও তিনি চারুকলায় নববর্ষ উদযাপন করবেন।

আজ ঢাবি উপাচার্য বিধিনিষেধ আরোপ করলে তিনি ক্ষান্ত দেন। আর এদিকে হেফাজতি বাবুনগরী সরকারের কাছে দাবি জানিয়েছেন যে, এমন কোনো আদেশ তাঁরা মানবেন না, তারাবি বা এতেকাফ সবকিছু আগের মতোই চালিয়ে যাবেন।


‘খেলাফত প্রতিষ্ঠা হলে ধরব আর জবাই করব’ বক্তব্য দেওয়া হেফাজত নেতা রিমান্ডে

ফরিদা পারভীনের ফুসফুসের ৫০ শতাংশ আক্রান্ত

সাপ্তাহিক বন্ধের দিনও খোলা বসুন্ধরা সিটি শপিংমল

এদেশে জন্ম নেওয়া কি পাপ, প্রশ্ন নুরুর


অর্থাৎ, করোনা পরিস্থিতি যতই খারাপই হোক।

অথচ সৌদি আরব সরকার ঘোষণা করেছে যে, এবার তারাবি ১০ রাকাত হবে। দেখা যাক, তেনারা কী করেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর