জিবুতিতে নৌকাডুবি, নিহত ৩৪

জিবুতিতে নৌকাডুবি, নিহত ৩৪

অনলাইন ডেস্ক

আফ্রিকার দেশ জিবুতিতে নৌকা ডুবে ৩৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। দেশটির এডেন সাগরে উপকূল সংলগ্ন এলাকায় সোমবার (১২ এপ্রিল) এই ঘটনা ঘটে।

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) বিষয়টি নিশ্চিত করেছে।

এক টুইট বার্তায় আইওএম জানিয়েছে, চোরাকারবারিদের নিয়ন্ত্রণাধীন নৌকাটিতে ৬০ জন যাত্রী ছিল।

তাদের নিয়ে এডেন উপসাগরের জিবুতি সংলগ্ন উপকূলে ডুবে যায়। তাতে ৩৪ জন নিহত হয়। তবে সংস্থাটি বিস্তারিত তথ্য জানায়নি।


আরও পড়ুনঃ


বাংলাদেশের জিহাদি সমাজে 'তসলিমা নাসরিন' একটি গালির নাম

করোনা আক্রান্ত প্রতি তিনজনের একজন মস্তিষ্কের সমস্যায় ভুগছেন: গবেষণা

কুমারীত্ব পরীক্ষায় 'ফেল' করায় নববধূকে বিবাহবিচ্ছেদের নির্দেশ

বাদশাহ সালমানের নির্দেশে সৌদিতে কমছে তারাবির রাকাত সংখ্যা


বার্তা সংস্থা রয়টার্স জানায়, করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ও কড়াকড়ির কারণে তারা সৌদি আরবে প্রবেশে ব্যর্থ হয়ে তারা ইয়েমেনে আটকে পড়ে।

সেখান থেকে ফেরার পথেই নৌকাডুবির ঘটনা ঘটে।

news24bd.tv / নকিব