‘মুনাফিক’ শব্দটি ‘নিফাক’ শব্দমূল থেকে এসেছে। এর অর্থ কোনো কিছুকে গোপন রেখে এর বিপরীত কথা বা কাজ প্রকাশ করা। ইসলামী শরিয়তের পরিভাষায় মুনাফিক বলা হয় ওই ব্যক্তিকে, যে অন্তরে কুফরি ও ইসলামবিরোধিতা লুকিয়ে বাহ্যিকভাবে মুসলমান হওয়ার দাবি করে।
মুনাফিকরা কেন কপটতার আশ্রয় নেয়, এর জবাবে কোরআনের এক আয়াতে বলা হয়েছে, ‘তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়, আসলে তারা নিজেদের সঙ্গেই প্রতারণা করছে, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারছে না।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘(কপটতা প্রকাশ করে) মুনাফিকরা কাফিরদের কাছ থেকে মানমর্যাদা পেতে চায়। ’ (ভাবার্থ) (সুরা নিসা, আয়াত : ১৩৯)
‘‘আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি-
১. যখন কথা বলে, মিথ্যা বলে
২. যখন অঙ্গীকার করে, তা ভঙ্গ করে এবং
৩. আমানতের খেয়ানত করে। ’’ (বুখারী-২৬৮২, মুসলিম ১/২৫)
গাজীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, প্রাণ গেল স্কুলছাত্রের
রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়
আব্দুস সবুর খান বীর বিক্রম আর নেই
সাগরে ১০ লাখ টন দূষিত পানি ফেলার সিদ্ধান্ত জাপানের
আরেক বর্ণনায় এসেছে, ‘‘আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত। নবী করিম (সা.) বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়।
এগুলো হচ্ছে-
১. আমানতের খেয়ানত করে
২. কথা বললে মিথ্যা বলে
৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে
এবং ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি করে। ’’ (বুখারী-২২৫৯, মুসলিম ১/২৫)
news24bd.tv নাজিম