এমন উদ্ভট, অবাস্তব লকডাউনের নজির পৃথিবীর আর কোথায় আছে!

এমন উদ্ভট, অবাস্তব লকডাউনের নজির পৃথিবীর আর কোথায় আছে!

Other

লকডাউন>নিষেধাজ্ঞা, সর্বাত্মক লকডাউন>বিধি-নিষেধ।

শিল্প-কারখানা খোলা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে আগামী ৭ দিন বের হওয়া যাবে না। আইজিপি বলেছেন, ‘লকডাউনে কাউকে রাস্তাঘাটে দেখতে চাই না।

গরীবের খাদ্য পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। তারা না খেয়ে ঘরে বসে থাকবে!


আরও পড়ুনঃ


যেভাবে পাওয়া যাবে ‘লকডাউন মুভমেন্ট পাস’

চীনে সন্তান নেয়ার প্রবণতা কমছে, কমছে জন্মহার

কুমারীত্ব পরীক্ষায় 'ফেল' করায় নববধূকে বিবাহবিচ্ছেদের নির্দেশ

বাদশাহ সালমানের নির্দেশে সৌদিতে কমছে তারাবির রাকাত সংখ্যা


কয়েক লাখ মানুষ ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে গেল, এখনও যাচ্ছে। শুধু মানুষই তো গেল, তাদের সঙ্গে করোনাভাইরাস তো আর গেল না-তাই না? এখন বলবেন,মানুষ চলে গেলে আমরা কি করব!

এমন উদ্ভট, অদূরদর্শী, অবাস্তব লকডাউনের নজির পৃথিবীর আর কোথায় আছে!

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক