কক্সবাজারে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন’ ২ সহস্রাধিক গুলি উদ্ধার

কক্সবাজারে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন’ ২ সহস্রাধিক গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের বিমানবন্দর সংলগ্ন বাকঁখালী নদীর মোহনা থেকে বস্তা ভর্তি দুই হাজার ১৯০টি গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, গুলিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন হতে পারে।

গতকাল গভীর রাতে গুলিগুলো উদ্ধার করা হয়।

কক্সবাজার বিমান বন্দর সূত্র জানায়, বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজ করছে চায়নার একটি কোম্পানি।

ওই কোম্পানির নিয়োজিত ঠিকাদার বাঁকখালী নদীর নাজিরারটেক এলাকায় বালি ভরাটের কাজ করছে। রোববার রাতে বালি উত্তোলনের সময় শ্রমিকেরা গুলিগুলো দেখতে পায়।   

এসময় বিমান কর্তৃপক্ষের তরফ থেকে খবর পেয়ে পুলিশ সেখান থেকে গুলিগুলো উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। উদ্ধার করা গুলির মধ্যে মেশিনগান, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি রয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা শেখ মুনীরুল গিয়াস গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে বিমান ঘাঁটি ছিল। সেসময়ে হয়তো গুলিগুলো রাখা হয়েছিল।


রাজধানীর থানায় থানায় বাঙ্কার, লাইট মেশিনগান পাহারা

গাজীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, প্রাণ গেল স্কুলছাত্রের

রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

আব্দুস সবুর খান বীর বিক্রম আর নেই


কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষা করার জন্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো হচ্ছে। এ প্রতিবেদন পাওয়া গেলেই বিস্তারিত জানা যাবে। তবে গুলিগুলো বেশ পুরোনো। ধারণা করা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের গুলি হতে পারে।

news24bd.tv নাজিম