‘যাদের কাছে জীবনের চেয়ে ধর্ম বড়, তাঁরা মেলায় গেছেন’

‘যাদের কাছে জীবনের চেয়ে ধর্ম বড়, তাঁরা মেলায় গেছেন’

Other

কুম্ভ মেলায় হলো ২৮ লক্ষ লোকের ভয়ংকর ভিড়। গতকাল সকাল পর্যন্ত  কুম্ভ মেলার  ১৮ হাজার ১৬৯ জনের কোভিড টেস্ট হয়েছে। ১০২ জনের পজিটিভ। কোভিডের পর হতে পারতো এই মেলা।

১ জন কোভিড পজিটিভ কিন্তু ৪০০ জনকে সংক্রামিত করতে পারে। যাদের কাছে জীবনের চেয়ে ধর্ম বড়, তাঁরা মেলায় গেছেন।

মুসলমানদের মধ্যেও জীবনের চেয়ে ধর্মকে বড় ভাবার লোক প্রচুর। কিন্তু সৌদি আরব গতকাল এক নোটিশ জারি করেছে।

টিকা যারা নেয়নি, তারা মক্কায় ঢুকতে পারবে না, কোনও হজ্ব বা উমরাহ করতে পারবে না। সৌদি আরব এত যে ধর্ম নিয়ে ব্যবসা করে, তারাও কিন্তু জানে, ধর্মের চেয়ে জীবন বড়।

news24bd.tv আহমেদ

আরও পড়ুন


মামুনুল হকের শ্বশুরকে আ.লীগের কারণ দর্শানোর নোটিশ

এলাকা না ছাড়তে ব্যাংক কর্মচারীদের কড়া নির্দেশ

ব্যাংকে লেনদেন ৩টা পর্যন্ত, কাল থেকে সব বন্ধ

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ সন্ধ্যায়