রাস্তায় অসহনীয় যানজট, তার ওপরে ঘরমুখো মানুষের বাড়তি চাপ

রাস্তায় অসহনীয় যানজট, তার ওপরে ঘরমুখো মানুষের বাড়তি চাপ

অনলাইন ডেস্ক

করোনা নিয়ন্ত্রণে আগামিকাল থেকে ৭ দিনের কঠোর লকডাউনের ঘোষণা করেছে সরকার। এমন ঘোষণার পর থেকেই যে যেভাবে পারে ছুটছেন গ্রামের উদ্দেশে। লকডাউনের আগের দিন হওয়ায় বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজি, মোটরসাইলের কারণে ঢাকার রাস্তায় অসহনীয় যানজট।

ট্রাক অথবা পিকআপে করে গ্রামে ছুটছেন অসংখ্য মানুষ।

জীবনের ঝুঁকি নিয়ে বাড়তি ভাড়া দিয়ে ট্রাকে গাদাগাদি করেই ফিরছেন তারা। স্বাস্থ্যবিধি মানারতো বালাই নেই। কারও মাস্ক আছে তো কারও নেই। যা ইচ্ছে তাই অবস্থা।
মনে হচ্ছে করোনা বলে তাদের কোন শব্দই জানা নেই।

কর্তব্যরত ট্রাফিক ‍পুলিশরাও যেন নির্বিকার। তারা বলছেন, লকডউনে খেটে খাওয়া মানুষের কাজকর্ম থাকবে না। অনেকের অফিস বন্ধ। তাই অনেকেই ঢাকা ছেড়ে বাড়ি যাচ্ছেন। এ কারণে অন্যান্য সময়ের তুলনায় গত দুই দিনে গাড়ির চাপ বেশি।

আরও পড়ুন


ভিডিও ফুটেজ দেখে তাণ্ডবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: কাদের

দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যান

আনুশকার জন্যে নায়ক হলেন ইরফানের ছেলে (ভিডিও)

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষদের উপচে পড়া ভিড়


এদিকে গণপরিবহনে অর্ধেক যাত্রী তোলার কথা থাকলেও কিছু গণপরিবহনে যাত্রীরা দাঁড়িয়ে আছেন। ভাড়াও নেয়া হচ্ছে বেশি। আবার অনেকে গাড়ির জন্য ঘণ্টাব্যাপী অপেক্ষা করে অবশেষে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে ছুটেছেন।

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলছেন, ঢাকার উত্তর-পশ্চিম অংশের গাবতলী পর্যন্ত ডিএমপি ট্রাফিক বিভাগের এলাকা। কিন্তু ডিএমপির এলাকার বাইরেও গাড়ির চাপ আছে। এ কারণে ডিএমপি থেকে ট্রাফিক পুলিশ পাঠানো হয়েছে। তবু চাপ সামলানো যাচ্ছে না।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর