পারমাণবিক কেন্দ্রে হামলার অভিযোগ, প্রতিশোধের হুমকি ইরানের

পারমাণবিক কেন্দ্রে হামলার অভিযোগ, প্রতিশোধের হুমকি ইরানের

অনলাইন ডেস্ক

ইরানের গঠনমূলক কূটনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই শত্রুরা নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি।

তিনি আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতা ও সন্ত্রাসী হামলা প্রসঙ্গে এ কথা বলেন।

রাবিয়ি বলেন, এই সন্ত্রাসী হামলায় কিছু ক্ষতি হয়েছে। তবে এই সন্ত্রাসী হামলা থেকে শত্রুদের ব্যর্থতাই ফুটে উঠেছে।

এ সময় তিনি আন্তর্জাতিক সমাজকে এই পারমাণবিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।


আরও পড়ুনঃ


যেভাবে পাওয়া যাবে ‘লকডাউন মুভমেন্ট পাস’

চীনে সন্তান নেয়ার প্রবণতা কমছে, কমছে জন্মহার

কুমারীত্ব পরীক্ষায় 'ফেল' করায় নববধূকে বিবাহবিচ্ছেদের নির্দেশ

বাদশাহ সালমানের নির্দেশে সৌদিতে কমছে তারাবির রাকাত সংখ্যা


তিনি আরও বলেন, 'আমরা উপযুক্ত সময়ে সমপর্যায়ের প্রতিশোধ নেয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে শত্রুরা তাদের রাজনৈতিক লক্ষ্যে পৌঁছাক সেই সুযোগ আমরা দেব না। '

ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি গত সোমবার জানান, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের একটি কমপ্লেক্সে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

news24bd.tv / নকিব