ওবায়দুল কাদের কিংবা জাহিদ মালেক যদি এই ডিগ্রিটা পেতেন, তখন কী করতাম: সুমন্ত আসলাম

ওবায়দুল কাদের কিংবা জাহিদ মালেক যদি এই ডিগ্রিটা পেতেন, তখন কী করতাম: সুমন্ত আসলাম

Other

মমতাজ আপার সঙ্গে আমার দেখা হয়েছিল তা প্রায় ১৫ বছর আগে, গ্রান্ড আজাদ হোটেলে। নায়ক-নায়িকার ছবি সম্বলিত ভিউকার্ড এ দেশে যে মানুষটা প্রথম জনপ্রিয় করেছিলেন, সেই আবুল কালাম আজাদ সাহেব পরিচয় করিয়ে দিয়েছিলেম তার সাথে।

কয়েক মিনিট কথা বলেছিলাম আমরা। কী বিনয়ী তার গলা, কী মনোরম তার আচরণ!

শেষে বললেন, ‘ভাই, মানিকগঞ্জ আসলে একবার জানাবেন।

সোদা গন্ধের মাটি ফুরে উঠে আসা সহজ, কিন্তু সেখান থেকে আকাশ ছুঁতে যাওয়া কঠিন, কঠোর দম লাগে, নিগূঢ় তেজ লাগে।


করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার লকডাউনের নামে চালাচ্ছে শাটডাউন: ফখরুল

আব্দুল মতিন খসরু লাইফ সাপোর্টে


তারপর মমতাজ আপা জনপ্রতিনিধি, সমাজসেবক, আরও অনেক কিছু। রাস্তায় হেঁটে বেড়ানো একজন গায়িকা, সবার প্রিয় এখন, সম্মানীয়, সমীহ আদায় করা ব্যক্তি।

গতকাল তিনি একটা সম্মানে ভূষিত হয়েছেন, এটা নিয়ে বেশ ট্রল দেখলাম ফেসবুকে।

আমি চুপচাপ ছিলাম অনেক্ক্ষণ।

আচ্ছা, আমাদের ওবায়দুল কাদের ভাই কিংবা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক যদি এই ডিগ্রিটা পেতেন, আমরা তাহলে কী করতাম!

আবারও বলি---স্টেডিয়াম মার্কেট থেকে সত্যি সত্যি একটা হ্যান্ডমাইক কিনব একদিন, তারপর সারা শহর ঘুরে চিৎকার বলব, ‘.…........। ’
এখনই বলার দরকার আছে, না মাইকটা কেনার পর বলব?

সুমন্ত আসলাম, লেখক, সাংবাদিক

news24bd.tv তৌহিদ