লকডাউনে শেয়ারবাজারে লেনদেন হবে আড়াই ঘণ্টা

লকডাউনে শেয়ারবাজারে লেনদেন হবে আড়াই ঘণ্টা

অনলাইন ডেস্ক

করোনার সংক্রমণ রোধে আগামীকাল বুধবার থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে আট দিনের লকডাউন। সেজন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকছে গণপরিববহন।   তবে বিশেষ প্রয়োজনে ব্যাংকের সেবা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে সরকার।

আগামীকাল সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। ব্যাংক খোলা থাকায় বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই তথ্য জানিয়েছে।

পহেলা বৈশাখ উপলক্ষে বুধবার (১৪ এপ্রিল) শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে।

এরপর বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে। বর্তমান সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেয়ারবাজারে আড়াই ঘণ্টা লেনদেন হবে।

উল্লিখিত সময়কালে লেনদেন চলাকালে যথারীতি প্রি-ওপেনিং সেশন বন্ধ থাকছে এবং ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

news24bd.tv/আলী