মেহেরপুরে জামায়াতের ৭ নারী কর্মী আটক

মেহেরপুরে জামায়াতের ৭ নারী কর্মী আটক

অনলাইন ডেস্ক

মেহেরপুরে পৌর জামায়াতের রোকন সদস্য মনিরুজ্জামান (৫৯) সহ আট নারী কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তরা গোপন বৈঠক করছিলেন।

আজ মঙ্গলবার সকালে মেহেরপুর পৌর শহরের মারকাজ মসজিদের সামনে জামায়াতের রোকন মনিরুজ্জামানের বাড়িতে থেকে তাঁদের আটক করা হয়।


করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার লকডাউনের নামে চালাচ্ছে শাটডাউন: ফখরুল

আব্দুল মতিন খসরু লাইফ সাপোর্টে

ওবায়দুল কাদের কিংবা জাহিদ মালেক যদি এই ডিগ্রিটা পেতেন, তখন কী করতাম: সুমন্ত আসলাম

শ্রীপুরে মসজিদে অচেতন থাকা ব্যক্তিকে উদ্ধা


আটকরা হলেন- মনিরুজ্জামানের স্ত্রী রাবেয়া বেগম (৫৫), মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গার্লস স্কুলপাড়ার এক কিশোরী, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরী, গৌরীনগর উত্তরপাড়ার আব্দুর রাজ্জাকের মেয়ে জাকিয়া সুলতানা (২৮), গাংনী উপজেলার চৌগাছা গ্রামের এক স্কুলছাত্রী, গাড়াডোব গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোরী, চুয়াডাঙ্গা হাজরাহাটি গ্রামের এক তরুণী।

আটকের সত্যতা নিশ্চিত করেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফয়সাল আহম্মেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিভিন্ন এলাকা থেকে ছাত্র-ছাত্রী সংগ্রহ করে মেহেরপুর শহরের একটি বাড়িতে সরকারবিরোধী চক্রান্তের গোপন বৈঠক চলছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ওই বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ জামাতি মতাদর্শের বই উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদের জন্য মেহেরপুর সদর থানায় নেওয়া হবে। বিকেলে তাদের আদালতে তোলা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

news24bd.tv তৌহিদ