লকডাউনের সংজ্ঞাই পরিবর্তন করে দিল বাংলাদেশ

লকডাউনের সংজ্ঞাই পরিবর্তন করে দিল বাংলাদেশ

Other

লকডাউনেও বাংলাদেশ পৃথিবীতে ‘রোল মডেল’ হয়ে থাকল। গর্জনে ছিল জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে। বর্ষনে দেখা গেল প্রায় সবই খোলা। লকডাউন বা সর্বাত্মক লকডাউনের সংজ্ঞাই পরিবর্তন করে দিল বাংলাদেশ।

’জরুরি সেবা’র সংজ্ঞাও হয়ত পরিবর্তন হয়ে গেল বাংলাদেশে।

এখনও যে অল্প কয়েকটির ক্ষেত্রে বন্ধের সিদ্ধান্ত আছে,দাবি জানালে সেগুলোও হয়ত খুলে দেওয়া হবে।

বাঙালি সত্যি বীরের জাতি। নেতা দিনে গোটা চল্লিশেক বিচিত্র ঢঙ্গের ছবি পোস্ট দিয়ে প্রমাণ করছেন,করোনার চেয়ে শক্তিশালী।

সাধারণ মানুষও পিছিয়ে নেই। লকডাউন রসিকতার সঙ্গে পাল্লা দিয়ে মানুষ  ঝাঁপিয়ে পড়েছে মার্কেটে। ছুটছে গ্রামে। কোথায় স্বাস্থ্য কোথায় বিধি,দেখার সময় নেই...।

নেতা বাণী দিয়েছেন,মানুষ নাকি বিএনপির উসকানিতে এমন করছে। বিএনপির উসকানির প্রভাব কি তবে সরকারের ভেতরেও পড়েছে...?

গোলাম মোর্তোজা, সিনিয়র সাংবাদিক।  

news24bd.tv/আলী