চলন্ত ভ্যানে জন্ম, ছিটকে পড়ে প্রাণ গেল নবজাতকের

চলন্ত ভ্যানে জন্ম, ছিটকে পড়ে প্রাণ গেল নবজাতকের

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে প্রসব বেদনা উঠে রুবিনা বেগমের। স্ত্রীর অবস্থা বুঝতে পেরে মহুবার রহমান দ্রুত তাকে কমিনিউটি ক্লিনিকে নিয়ে যান।

সেখানে নরমাল ডেলিভারি না হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে নিতে পরামর্শ দেন স্বাস্থ্য-কর্মীরা। পরে জেলা সদর হাসপাতালে নিতে ব্যাটারিচালিত ভ্যানে করে রুবিনা বেগমকে নেয়া হচ্ছিল হাসপাতালে।

পথে উপজেলার যাদুরহাট-নীলফামারী সড়কের পাঁচমাথা মোড়ে ছেলেসন্তানের জন্ম দেন রুবিনা। তবে নবজাতক ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে। এ সময় মাথায় আঘাত পায়। সেখান থেকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নবজাতকে।


৮ দিনের লকডাউন শুরু, রাজধানীর সড়কে সুনসান নীরবতা

সূরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ

করোনাবিধ্বস্ত জনপদে উৎসবহীন পহেলা বৈশাখ আজ

ফের বিয়ে করলেন কণ্ঠশিল্পী পুতুল


মৃত নবজাতকের মা রুবিনা বেগম নীলফামারী সদর উপজেলার চাপড়া সরনজামী ইউনিয়নের যাদুরহাট গ্রামের বাসিন্দা।

নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অমল রায় বলেন, চলন্ত ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ায় নবজাতকের মাথায় আঘাত লাগে। আর এই কারণে বাচ্চাটি মারা যায়।

news24bd.tv নাজিম