সাতক্ষীরায় বাঘের আক্রমণে মৌয়াল আহত

সাতক্ষীরায় বাঘের আক্রমণে মৌয়াল আহত

Other

সন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে এক মৌয়াল আহত হয়েছে। আহত ব্যক্তি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের হালিম শেখের ছেলে রবিউল ইসলাম (২০)।

মঙ্গলবার (১৩এপ্রিল) সকালে পশ্চিম সুন্দরবনের হলদেবুনিয়া এলাকার আমড়াতলি এলাকায় মধু সংগ্রহকালে এ ঘটনা ঘটে।

আহত রবিউলের সঙ্গিরা জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী থেকে মধুর সংগ্রহের পাস নিয়ে সুন্দরবনে মধু  যান তারা।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে সুন্দরবনের আমড়াতলি এলাকায় মধু সংগ হ করার সময় হঠাৎ একটি বাঘ রবিউলের ওপর আক্রমণ করে বনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন


উত্তরায় ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

দেশবাসীকে নববর্ষ ও রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ওবায়দুল কাদের

রমজানে নতুন রান্না নিয়ে হাজির কেকা ফেরদৌসি

শিমুলিয়া ঘাটে অপেক্ষায় শতশত ট্রাক, যাত্রী পারাপার বন্ধ


এ সময় তার সহযোগিরা একযোগে জোরে হাঁকডাক করলে বাঘ রবিউলকে ফেলে পালিয়ে যায়। পরে বনের এক কিলোমিটার ভেতর থেকে তাকে মারাত্বক আহত অবস্থায় উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসা হয়। পরে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বন বিভাগের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা মো. সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

news24bd.tv আহমেদ