রোজা মানে শুধু না খেয়ে থাকা না, সুদ, ঘুষ থেকেও বিরত থাকা

রোজা মানে শুধু না খেয়ে থাকা না, সুদ, ঘুষ থেকেও বিরত থাকা

Other

সিয়াম-রোজা এর অর্থ বিরত থাকা, সংযম প্রদর্শন করা। সুবহে সাদেক থেকে মাগরীব পর্যন্ত পানাহার না করে থাকাই রোজা না- এটা রোজার একটা অংশ মাত্র। একটা কিনলে একটা ফ্রি আর আনসিমিটেড ইফতার ডিনারের অফার দরকারমত বাদ দিতে পারাও রোজার অংশ।

ব্যবসায়ীদের অতিরিক্ত দাম নিয়ে, খারাপ পণ্য দিয়ে, বেশী বেশী মুনাফা করা থেকে বিরত থাকাও রোজা।

ডাক্তারদের বিনা প্রয়োজনে অতিরিক্ত টেস্ট লিখে, ইঞ্জিনিয়ারদের রডের বদলে বাঁশ দিয়ে, কন্টাকটারদের সিমেন্টের বদলে বালি দিয়ে, শিক্ষকদের টিওশন পড়তে ছাত্রদের বাধ্য করে, বড় শিক্ষকদের মিথ্যের পক্ষে সাফাই গেয়ে, পুলিশের গাড়ি থামায়ে বিনা করণে মামলার ভয় দেখিয়ে, সচিবদের / সরকারি কর্মকর্তাদের ফাইল আটকে টাকা, সুবিধা, পদ নেওয়া থেকে বিরত থাকাও রোজা।

আরও পড়ুন


সাতক্ষীরায় বাঘের আক্রমণে মৌয়াল আহত

উত্তরায় ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

দেশবাসীকে নববর্ষ ও রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ওবায়দুল কাদের

রমজানে নতুন রান্না নিয়ে হাজির কেকা ফেরদৌসি


ঝাপিয়ে পরে শপিং করা থেকে বিরত থাকাও রোজা। রোজার আরো একটা সমস্যা আছে। এটি পুরোপুরি পালন করতে হয়।

মানে আমি পানাহার করলাম না, কিন্তু ঘুষ খেলাম, অথবা পানাহার করলাম না , ঘুষও খেলাম না কিন্তু একজনের হক মারা যায় এমন কিছু করলাম। তখনও সাধারণত রোজা মাকরূহ হয়ে যায় ( কবুল হবে কিনা এটা আল্লাহ ভালো জানেন)।

আমারতো মনে হয় যদি শুধু এই এক মাস বাংলাদেশের ১৮ কোটি মানুষের মাঝে ৮ কোটি মানুষও একদম ঠিকমত রোজা পালন করেন তাহলে দেশের চেহারা পাল্টে যাওয়ার কথা। আল্লাহ আমাদের রোজা পূর্ণ ভাবে পালন করার তৌফিক দিন।

news24bd.tv আহমেদ