কোন শাস্তিটা পেতে চান; মামলা, জরিমানা নাকি রোদে দাঁড়িয়ে থাকা?

কোন শাস্তিটা পেতে চান; মামলা, জরিমানা নাকি রোদে দাঁড়িয়ে থাকা?

Other

বাইক, গাড়ি বা রিকশা নিয়ে লকডাউন দেখতে বের হয়ে পুলিশের চেকপোস্টে ধরা খেলেন অনেকে। অকারণে বের হয়ে কেউ জরিমানা দিয়েছেন, কেউ মামলা খেয়েছেন আর লঘুদণ্ড ছিলো রোদে দাঁড় করিয়ে রাখা। তবে এই অকারণ বের হওয়া লোকদের জন্য যানজটের ভোগান্তিতে পড়েন সত্যিকারের জরুরি দরকারে বের হওয়া লোকেরা।


সৌদি-সিঙ্গাপুর-কাতার-ওমান-আরব আমিরাতের জন্য বিশেষ ফ্লাইট

শরিফউল্লাহ রিমান্ডে

করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার লকডাউনের নামে চালাচ্ছে শাটডাউন: ফখরুল

আব্দুল মতিন খসরু লাইফ সাপোর্টে


 

তাই অপ্রয়োজনে ঘর থেকে বের হবার আগে ভাবুন, কোন শাস্তিটা পেতে চান; মামলা, জরিমানা নাকি রোদে দাঁড়িয়ে থাকা?

লকডাউনে ঘরে থাকুন।

কারো জরুরি কাজে বের হতে হলে মুভমেন্ট পাসসহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখুন। নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন। শুভ নববর্ষ।

জ. ই. মামুন, সিনিয়র সাংবাদিক

news24bd.tv তৌহিদ