সাতক্ষীরায় কিশোরীকে উত্যক্তের জেরে বাড়িঘর ও মন্দির ভাঙচুর

সাতক্ষীরায় কিশোরীকে উত্যক্তের জেরে বাড়িঘর ও মন্দির ভাঙচুর

Other

সাতক্ষীরার শ্যামনগরে কিশোরী মেয়েকে উত্যক্ত করার অভিযোগে বকাঝকা করায় হামলায় হিন্দুদের বাড়িঘর ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে কিছু বখাটেরা এমন হামলা চালায়।  

এতে ৫টি বসতবাড়ি ভাঙচুর ও রাস মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করা হয়। বখাটেদের হামলায় কমপক্ষে ৮ জন আহত হয়।

আহতদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, কদমতলা গ্রামের বখাটে তরুণ পল্লব মন্ডল ফুলতলা গ্রামের ৮ম শ্রেণির এক কিশোরীকে প্রায়ই উত্যক্ত করতো। এর এক পর্যায়ে সোমবার বিকেলে ফুলতলা গ্রামের কয়েকজন তরুণ বিপ্লবকে সতর্ক করে।

আরও পড়ুন


পিরোজপুরে চাঁদার টাকা না পেয়ে হিন্দু বাড়িতে হামলা, গ্রেপ্তার ৩

যে ভুল প্রতিবারই করে শোয়েব মালিক, মেনে নেন সানিয়া

জনসনের টিকা যুক্তরাষ্ট্রে সাময়িক স্থগিত

রোজা মানে শুধু না খেয়ে থাকা না, সুদ, ঘুষ থেকেও বিরত থাকা


এর প্রতিশোধ নিতে মঙ্গলবার রাতে ১০/১২টি মোটরসাইকেল ও পিক-আপে ৩০/৪০ জন বখাটেরা ফুলতলা গ্রামের বাউলিয়া পরিবারের ৫টি বাড়িতে হামলা চালায়।

পরবর্তীতে ওই কিশোরীকে অপহরণ করার চেষ্টা করে সন্ত্রাসীরা। এতে বাঁধা দিলে যতিন বাউলিয়া, গোবিন্দ বাউলিয়াসহ কমপক্ষে ৮ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

news24bd.tv আহমেদ