দিনাজপুরেও চলছে লকডাউন

দিনাজপুরেও চলছে লকডাউন

Other

কঠোর লকডাউনের প্রথম দিনে দিনাজপুরে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সাধারণ মানুষের চলাচল কিছুটা স্বাভাবিক ছিল। গণপরিবহন বন্ধ থাকলেও বেশ কিছু ব্যাটারি চালিত অটোরিক্সা, মোটরসাইকেল চলাচল করতেও দেখা গেছে।  

জেলা প্রশাসনসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই তৎপর রয়েছে। শহরের বিভিন্ন স্থানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ছোট যানবাহন চালকসহ পথচারীদের পথরোধ করে কৈফিয়ত তলব করছে।

পাশাপাশি দিনাজপুর শহরে ঢোকার পাঁচটি প্রবেশ পথে চেক পোস্ট বসানো হয়েছে। তবে লকডাউন অমান্যকারী অনেককেই করা হয়েছে জরিমানা।

আরও পড়ুন


সাতক্ষীরায় বাঘের আক্রমণে মৌয়াল আহত

উত্তরায় ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

দেশবাসীকে নববর্ষ ও রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ওবায়দুল কাদের

রমজানে নতুন রান্না নিয়ে হাজির কেকা ফেরদৌসি


আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, প্রথম দিনে মানুষজনকে বিনয়ের সাথে অপ্রয়েজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। এই আহ্বানে সাড়া না দিলে পরবর্তীতে আরও কঠোর পন্থা অবলম্বন করা হবে।

news24bd.tv / কামরুল