আফগানিস্তান থেকে সব সেনা ফিরিয়ে নিবে যুক্তরাষ্ট্র!

অনলাইন ডেস্ক

২০ বছর ধরে আফগানিস্তানে আল কায়েদা ও তালেবানদের বিরুদ্ধে চলা যুদ্ধ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  

বুধবার হোয়াইট হাউজ থেকে দেয়া ঘোষণায় তিনি জানিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা ফিরিয়ে নিবে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্টের এ ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম যুদ্ধের অবসান হলো। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানে সেনা পাঠিয়ে যুদ্ধ শুরু করেছিল মার্কিন প্রশাসন।

 

বাইডেন জানান, আফগানিস্তানে মার্কিনিদের যুদ্ধ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলার জন্য শুরু হয়নি। যে লক্ষ্য অর্জনের জন্য যুদ্ধ শুরু হয়েছিল তা হাসিল হয়েছে। ফলে এখনই সময় চিরতরে এই যুদ্ধের অবসান ঘটানোর।  

২০০১ সালে আফগানিস্তানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩শ মার্কিন সেনা।

আহত হয়েছে ২০ হাজার ৬৬০ জন। এ ছাড়া প্রায় দুই লাখ বেসামরিক আফগান নাগরিক হতাহত হয়েছে এই যুদ্ধে। ২০ বছর ধরে চলা এই যুদ্ধে ওয়াশিংটনের খরচ হয়েছে ২ লাখ কোটি ডলার।

news24bd.tv / কামরুল