সব বন্ধ, তাহলে এতো মানুষ কোথায় বের হচ্ছে?

সব বন্ধ, তাহলে এতো মানুষ কোথায় বের হচ্ছে?

Other

সরকারি অফিস, বেসরকারি অফিস সহ বেশীরভাগ অফিস বন্ধ।

দোকান শপিংমল বন্ধ।

স্কুল- কলেজ- বিশ্ববিদ্যালয় বন্ধ।

তাহলে এতজন মানুষ কোথায় কেনো বের হচ্ছে?

সবাই কি ডাক্তার -পুলিশ- ব্যাংকার - জরুরী সেবায় নিয়োজিত?

সবাই খুবই দরকারি কাজে বের হচ্ছেন?

আমারতো মনে হয় না।

করোনাকে পাত্তা না দিয়ে, আইনকে বুড়ো আঙ্গুল দেখাবার সহজাত প্রবৃত্তি মনে হয় এটাকে।

মানুষের এই অপ্রয়োজনীয় বের হওয়া, অবিবেচকের মত ঘুরাঘুরি কি ভয়াবহ ব্যাপার ঘটাচ্ছে সেটা বুঝার জন্য যে কোনো একটা হাসপাতালের সামনে ১ ঘন্টা দাড়িয়ে থাকলেই হবে।

অক্সিজেনের অভাবে, আইসিইউর অভাবে ডাঙ্গায় তোলা মাছের মত খাবি খেতে খেতে , এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে মানুষের দৌড় দেখলে বুঝবেন আল্লাহ আমাদের এক বড় বিপদ থেকে বাচিয়ে রেখেছেন এখনো।

আল্লাহর রহমতে আমাদের দেশের মানুষদের মাঝে সুস্থ্য হবার হার বেশ ভালো।

কিন্তু আল্লাহর এই নেয়ামতকে অপব্যবহার করলে আল্লাহ আমাদের কতটা রহম করবেন সেটা বলা মুশকিল।

গতকাল সরকারী হিসেবেই ৯৬ জন মারা গিয়েছেন । মানে ৯৬ টা পরিবার আপনজন হারিয়েছেন। অনেক পরিবারের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে গেছে চিকিৎসা করাতে যেয়ে।

সবারই টাকা দরকার। সবাই চায় ব্যাবসা-বাণিজ্য চলুক। কিন্তু কেন চায়?

যেন আমি আপনি আমাদের আপনজন নিয়ে ভালো থাকি। এই ব্যবসা-বাণিজ্য সচল করতে অবিবেচকের মত কাজ করে যদি আমি আপনিই না থাকি, অথবা যে আপনজনের সুন্দরজীবনের জন্য এই কাজ করছি তারাই না থাকেন, তাহলে এসবের অর্থ কি?

শূন্য।


আরও পড়ুনঃ


চীনে সন্তান নেয়ার প্রবণতা কমছে, কমছে জন্মহার

কাল-পরশু হয়তো লকডাউনটা আরো ‘ডাউন’ হয়ে যাবে

কুমারীত্ব পরীক্ষায় 'ফেল' করায় নববধূকে বিবাহবিচ্ছেদের নির্দেশ

বাদশাহ সালমানের নির্দেশে সৌদিতে কমছে তারাবির রাকাত সংখ্যা


একবার বান্দরবন-কক্সবাজার-সিলেটে মানুষের ঢল নামিয়ে অনেক মানুষকে আক্রান্ত করেছি আমরা। এই ৭টা দিন কষ্ট করে বাসায় থেকে তার কিছু প্রায়শ্চিত্ত করি। স্বাস্থবিধি মানি।

এর সবকিছুই নিজের আর নিজের প্রিয়জনের জন্য । সরকার -বিরোধীদল- হেফাজত- জামাত- বামাত কারো জন্য না।

নিজে নিজের পরিবার প্রিয়জনকে সুস্থ রাখার জন্য ।

আল্লাহ আমাদের সহায় হোন।

news24bd.tv / নকিব