বাগেরহাটে আরও ৪২ জনের শরীরে করোনা শনাক্ত

বাগেরহাটে আরও ৪২ জনের শরীরে করোনা শনাক্ত

Other

বাগেরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২১৬ জনে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ২ জন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৯৩ জন।

আর চিকিৎসা শেষে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯১ জন। জেলায় সরকারি হিসেবে জনপ্রতিনিধি, চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মচারি, সাংষ্কৃতিক কর্মী ও শিক্ষকসহ মোট ২৯ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ জন। এরমধ্যে করোনার হটস্পট রামাপাল উপজেলায় ২০ জন, বাগেরহাট সদরে ১৪ জন, মোল্লাহাট উপজেলায় ৫ জন, কচুয়া উপজেলায় ২ জন ও শরণখোলা উপজেলায় একজন রয়েছেন।

 

আরও পড়ুন


বিশ্বে একদিনে করোনায় ১৩৫৩২ জনের মৃত্যু

হেফাজতের আরেক সহকারী মহাসচিবকে আটকের অভিযোগ

তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম, সময় ও রাকাআত

খালেদা জিয়াকে জাপানের রাষ্ট্রদূত ও পাকিস্তান হাইকমিশনারের চিঠি


news24bd.tv / কামরুল