একই স্থানে সমাবেশ ডাকায় গাজীপুরে ১৪৪ ধারা জারি

প্রতীকী ছবি

একই স্থানে সমাবেশ ডাকায় গাজীপুরে ১৪৪ ধারা জারি

শেখ সফিউদ্দিন জিন্নাহ্ • নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে কৃষক লীগ ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাপাসিয়ার করিহাতা উচ্চ বিদ্যালয় এলাকায় ওই সমাবেশের আহ্বান করা হয়েছিল।

যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সমাবেশ নিষিদ্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।

আজ দুপুরে কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের উদ্যোগে প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে কৃষকলীগ সমাবেশের আয়োজন করে।

গত কয়েকদিন যাবত কৃষকলীগ তাদের এ সমাবেশ সফল করতে এলাকায় মাইকিং করে।

সমাবেশে প্রধান অতিথি থাকার কথা ছিল কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও প্রধান আলোচক ছিলেন আলম আহমদ।

কিন্তু হঠাৎ কৃষক লীগের ওই সমাবেশস্থলে ছাত্রলীগ সমাবেশের ডাক দেয়। আর এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

জিন্নাহ্/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর