করোনা আক্রান্ত হওয়া কোনো লজ্জার বিষয় নয়

করোনা আক্রান্ত হওয়া কোনো লজ্জার বিষয় নয়

Other

কিংবা এটা জানলে মান সম্মান চলে যাবে, বা লোকে কী ভাববে, এটা এরকম বিষয় না। করোনার মহামারির মতো দুর্যোগকালীন সময় আমরা সবাই পার করছি। এটা গোপন করারও কিছু নাই।

বরং কোভিডে আক্রান্ত হলে এটা সবাইকে বললে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা বা তার কাছাকাছি থাকা ব্যক্তিরা সতর্ক হতে পারে।

কারণ এখন অনেকেই আসেন খুব সামান্য উপসর্গ নিয়ে করোনা আক্রান্ত হচ্ছেন।

আরেকটি বিষয় সেটা হলো কারও সামান্যতম উপসর্গ দেখার পর যদি করোনা পরীক্ষা করতে দেন।   তাহলে তার উচিত রেজাল্ট না পাওয়া পর্যন্ত অফিস না করা। বা অন্য মানুষজনের কাছে না যাওয়া।


কলকাতায় বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা

যন্ত্রাংশের প্যাকেটে রাখা বোমার বিস্ফোরণে শিশু নিহত

লকডাউনের দ্বিতীয় দিনে করোনা শনাক্ত ৪১৯২


অবশ্যই একা থাকা উচিত। কারণ টেস্ট করতে দেওয়ার পর আপনি যখন বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন মানুষের সাথে মিশবেন তখন কিন্তু আপনার মাধ্যমেই ভাইরাস ছড়াবে। অন্যকে নিরাপদ রাখা ও সতর্ক করাটাও দরকার।  

রেজাল্ট পজিটিভ হওয়ার পর আপনি নিজে ঘরবন্দী হলেন, কিন্তু ততক্ষণে আপনার মাধ্যমে অনেকেই সংক্রমিত হয়ে গেছে। অনেকে আছে টেস্ট করতে দেওয়ার পর মাস্ক খুলে ঘুরে বেড়াচ্ছেন। এটা খুবই ভয়ঙ্কর। নূন্যতম উপসর্গ দেখা দিলে সবার উচিত নিজেকে সবার কাছে থেকে দূরত্বে রাখা।

news24bd.tv তৌহিদ